মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:১৯

শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায়

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায়

শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায়

বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়বে ১৯ মার্চ থেকে। তবে এগুলো বর্তমান প্রচলিত নোটের মতোই থাকবে, অর্থাৎ এতে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের যে নোটগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো পাওয়া যাবে ঈদুল আজহার সময়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে। তাই অর্থের অপচয় রোধে এখনই নতুন ডিজাইনের নোট ছাপানো হচ্ছে না। পুরোনো নোটগুলো বাজারে ছাড়ার পর আগামী এপ্রিল-মে নাগাদ নতুন নোট বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ঢাকার ৮০টি তফসিলি ব্যাংকের শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস থেকে নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

এর আগে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। নতুন ডিজাইনে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের পরিবর্তন আসবে। বিশ্বস্ত সূত্র জানায়, এসব নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না। পরিবর্তে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ সংযোজন করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় বুটেক্স শিক্ষার্থী আটক

ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় বুটেক্স শিক্ষার্থী আটক

ভালো স্বামী ও বাবা হিসেবে নিজেকে প্রমাণ করছেন রণবীর কাপুর

ভালো স্বামী ও বাবা হিসেবে নিজেকে প্রমাণ করছেন রণবীর কাপুর

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না : চিন্ময় দাস ইস্যুতে ভারতের মমতা।

রুয়েট শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

আজকের নামাজের সময়সূচি (১ জুলাই, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৭ মে, ২০২৫)

সকালে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ানোর ৫টি কার্যকর অনুশীলন

সকালে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ানোর ৫টি কার্যকর অনুশীলন

স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত নির্বাচন চান খন্দকার মোশাররফ

স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত নির্বাচন চান খন্দকার মোশাররফ

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। সেদিন দেওয়া এক বক্তব্যে মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।” তিনি স্বীকার করেন, গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ নিয়ে নীরব থাকার কারণে গ্রিস সরকার জনসমালোচনার মুখে পড়েছে, এমনকি বিরোধী দলগুলোরও তীব্র সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নীরব নই। গ্রিস ও ইসরায়েলের কৌশলগত মিত্রতা থাকলেও আমাদের অবশ্যই মিত্রদের কাছে কঠিন সত্যগুলো বলতে হবে।” এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের “রিআর্ম ইউরোপ” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও মন্তব্য করেন। যদিও গ্রীস ও গ্রীক-সাইপ্রাস প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করে আসছে, তথাপি ইউরোপীয় কমিশনের আলোচনায় তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে মিতসোতাকিস বলেন, “এই মুহূর্তে ব্রাসেলসে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে গেলে—বিশেষ করে প্রার্থী দেশের ক্ষেত্রে—সকল ইইউ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যুক্তিসংগত উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।” তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা একদিকে গ্রিসের স্বার্থ রক্ষায় কাজ করছি, অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। এই সম্পর্ক ইতোমধ্যে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই দ্বিপাক্ষিক সহযোগিতা পরিষদের অধীনে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি।

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে