রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৩

শূন্যে নেমেছে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার, সংকটে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

কৃষি বিষয়ে উচ্চশিক্ষার জন্য একসময় বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রতি বছর গড়ে ১১ জন করে বিদেশি শিক্ষার্থী এখানে ভর্তি হতেন, যা পাঁচ বছরে সংখ্যা নিয়ে গিয়েছিল ৫০-এর ওপরে। কিন্তু ২০২০ সালের পর থেকে এই প্রবণতা হঠাৎ করেই বদলে যায়। বর্তমানে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা শূন্যে এসে ঠেকেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫২ জন বিদেশি শিক্ষার্থী স্নাতকে ভর্তি হন। এর মধ্যে ২০১৮ সালে সর্বোচ্চ ১৬ জন এবং ২০২০ সালে এই সংখ্যা নেমে আসে মাত্র দু’জনে। পরবর্তী বছরগুলোতে আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।

প্রতিষ্ঠানের দুর্বলতা ও করোনার প্রভাব
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, করোনাকালীন জটিলতা এবং সেশনজটের মতো সমস্যাগুলো বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ হারানোর বড় কারণ। এ ছাড়া ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ-সুবিধার অভাব, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং ভর্তিপ্রক্রিয়ার ধীরগতিও ভূমিকা রেখেছে।

এক নেপালি শিক্ষার্থী মহেশ্বর ভগত মালী বলেন, “নেপালের শিক্ষার্থীদের জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে বেশ পরিচিত। তবে সেশনজট, গবেষণার সীমিত সুযোগ এবং আবাসন ব্যবস্থার অভাব আমাদের হতাশ করেছে।”

আরো পড়ুন

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কো ২৭৬ কোটি টাকার অনুদান দিয়েছে।

প্রশাসনিক পদক্ষেপের অভাব
বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা অভিযোগ করেন, বিদেশি শিক্ষার্থী আকর্ষণে বিগত প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি করোনার সময় আটকা পড়া নেপালি শিক্ষার্থীদের দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা না করায় ক্ষোভ তৈরি হয়।

সমাধানের চেষ্টা চলছে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল লতিফ জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কেন কমেছে, তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। সহকারী রেজিস্ট্রার হরি কমল দাশ বলেন, “উপযুক্ত পদক্ষেপ নিলে আগের চেয়েও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি।”

শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আবারও বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ