জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তন করলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের জনগণের সার্বিক কল্যাণের জন্য কেবল রাজনৈতিক দল পরিবর্তন নয়, বরং নতুন প্রজাতন্ত্র গঠনের জন্য গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন।
মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “আমাদের সংবিধান ও শাসন কাঠামো এমনভাবে তৈরি যে, ক্ষমতার পালাবদল হলেও জনগণের প্রকৃত মুক্তি আসে না। পুরনো ব্যবস্থার ভেতরে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই, একটি গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমাদের দেশ অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের যে স্বপ্ন ছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। আমরা সেই অসমাপ্ত স্বপ্ন পূরণের জন্য কাজ করছি। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।”
নাহিদ ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে দ্রুত শর্ত পূরণের কাজ করছে এবং দলের গঠনতন্ত্র প্রণয়নের কার্যক্রম চলছে। তিনি বলেন, “আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেখানে জনগণই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কোনো ব্যক্তি বা দল নয়।”
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একই দল ক্ষমতায় থাকছে। আমরা চাই, সব দলের রাজনৈতিক ভূমিকা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হোক। যারা গণতন্ত্রের মূলনীতিকে সমুন্নত রাখবে না, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।