উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, তাপমাত্রার ওঠানামায় শীতের তীব্রতা বাড়ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডার মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পথঘাট। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। পাহাড়ি হিম বাতাসের কারণে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী জানিয়েছেন, হিমালয়ের পাদদেশে অবস্থান করার কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা সব সময়ই বেশি থাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের উষ্ণতা নিশ্চিত করতে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।