ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘শাপলা’ প্রতীক তালিকায় না রাখার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাদ দেওয়া হয়নি বরং সব দিক বিবেচনায় তালিকায় রাখা হয়নি।
বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘শাপলা প্রতীক চেয়ে দুটি রাজনৈতিক দল—নাগরিক ঐক্য ১৭ এপ্রিল এবং এনসিপি ২২ জুন—আবেদন করেছিল। সব দিক বিবেচনা করে প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি, তবে এটিকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি।’
এ সময় তিনি আরও জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১টি প্রতীক নির্ধারিত হয়েছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য। বাকি প্রতীকগুলো বরাদ্দ থাকবে নতুন নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য।