সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:২৫

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত, আহত ২

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত, আহত ২

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত, আহত ২

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাতের মধ্যে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় এই হামলা হয়।

লেবাননের সামরিক সূত্র ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হিসেবে একটি অস্ত্র উৎপাদন ও সংরক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এটি হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। তবে লেবাননের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

যুদ্ধবিরতির মধ্যেই হামলা

গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ ছিল ২৬ জানুয়ারি পর্যন্ত। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তবে সাম্প্রতিক এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েল অভিযোগ করেছে, চুক্তির শর্ত লেবানন যথাযথভাবে পালন করেনি, তাই তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “লেবানন যদি হিজবুল্লাহকে লাগাম পরাতে ব্যর্থ হয়, তবে আমরা নিজেরাই ব্যবস্থা নেব।”

হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এই হামলা দুই পক্ষের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ