চলতি মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে লিভারপুলের পরিচিতি আরও পোক্ত হলো। গত মঙ্গলবার স্প্যানিশ ক্লাব জিরোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে জয় তুলে নেয় লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ, যিনি স্পটকিক থেকে গোল করেন এবং টানা ৬ জয় এনে দেন দলকে। এই জয়ের মাধ্যমে লিভারপুল নিশ্চিত করেছে রাউন্ড অব সিক্সটিনে তাদের স্থান। লিভারপুলের ডিফেন্স লাইনআপ ছিল একত্রিতভাবে ৬৫৬ দিন পর।
অন্যদিকে, বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে শাখতার দানেৎস্ককে হারিয়ে তাদের প্রথম অ্যাওয়ে জয় তুলে নেয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও, বাভারিয়ানরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে। কনরাড লাইমার, টমাস মুলার, ওলিসে এবং জামাল মুসিয়ালা গোল করেন। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন বর্তমানে ৮ম স্থানে অবস্থান করছে।
অন্যান্য ম্যাচের ফল: