মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ৯:৪১

লিটন দাসের রেকর্ড গড়া দিন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

লিটন দাসের রেকর্ড গড়া দিন

ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও উইকেটের পেছনে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেছেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও উইকেটের পেছনে থেকে দারুণ ভূমিকা পালন করেছেন। তার নির্দেশনায় বোলাররা সাফল্য পেয়েছে, আর এর মাধ্যমে লিটন নিজেও গড়েছেন রেকর্ড।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে সবচেয়ে বেশি ৫ ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন লিটন। আজকের ম্যাচে তিনি নিকোলাস পুরানকে স্ট্যাম্পিং করেছেন এবং ক্যাচ নিয়েছেন রভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং গুদাকেশ মোতির। এর আগে মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান এবং লিটন নিজে ৩ ডিসমিসালের কীর্তি গড়েছিলেন।

এদিকে, বোলারদের মধ্যে তাসকিন আহমেদও রেকর্ডের পাতায় নিজের নাম তুলেছেন। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৮ উইকেট নিয়েছেন তিনি। এর আগে মুস্তাফিজুর রহমানের ২০১৮ সালে ৫৭ এবং মাশরাফি বিন মর্তুজার ২০০৬ সালে ৫৩ উইকেট ছিল এই তালিকায়।

অন্যদিকে, শেখ মেহেদি হাসান ব্যাট ও বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের নায়ক হয়েছেন। মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রান ও ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এর আগে মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান এমন কীর্তি গড়েছিলেন, যেখানে সাকিব ৪বার এমন পারফরম্যান্স দেখিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ