লন্ডনে স্মৃতিকথা, জাগরণী গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। "বৈচিত্র্যে ঐক্যের বন্ধন" শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় ইস্টহ্যান্ডস এবং সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনা আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সাঈম চৌধুরী ও শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী এবং বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর কামরুল হোসেন। বক্তব্য দেন ড. রফিকুল হাসান খান, সাবেক মেয়র জোছনা রহমান, কবি শামীম আজাদসহ আরও অনেকে।
আনন্দময় সন্ধ্যায় পরিবেশিত হয় জাগরণী গান এবং শিশু ও বড়দের নৃত্য। কবিতা আবৃত্তি করেন উদয় শংকর দাস ও তার দল বর্ণন আবৃত্তি গোষ্ঠী। বিজয় দিবসের আলোচনায় বক্তারা ১৬ ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি শুধু বিজয়ের আনন্দ নয়, এটি একটি জাতির স্বাধীনতার চিরগৌরবময় অধ্যায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অবদান চিরদিন স্মরণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি বিজয় দিবসের চেতনা এবং স্বাধীনতার গৌরবময় অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একতা ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়।
সুত্রঃ ঢাকা পোস্ট