শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আজীবন আবাসিক হল থেকে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত:
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি প্রত্যাহার করা হয়েছে।
আরো পড়ুন:
জাবি শিক্ষার্থীকে মারধর: কলেজ শিক্ষার্থী পুলিশে সোপর্দ
র্যাগিংয়ের অভিযোগে বাকৃবির ২৮ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার
যাদের শাস্তি প্রত্যাহার হয়েছে:
শাস্তি প্রত্যাহার হওয়া শিক্ষার্থীরা হলেন: মো. পাবন মিয়া, মো. রিয়াজ হোসেন, পায়েল আহমেদ, মো. খালেদ সাইফুল্লাহ, রামিম আহমদ, মো. রাকিব হোসেন, অশেষ চাকমা, সৌরভ নাথ, শরিফুল ইসলাম, অনিক দাস, মো. ফাহিম মিয়া, নয়ন চন্দ্র দে, মো. তোহা মিয়া, মো. আশিক হোসেন, মো. আল আমিন ও মো. আপন মিয়া।
পূর্বের ঘটনা:
২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি, ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে নবীন এক শিক্ষার্থীকে সৈয়দ মুজতবা আলী হলে মানসিকভাবে নির্যাতন করেন। অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডিকেট সভায় ১৬ জনকে আজীবন আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছিল।
পর্যালোচনা ও সিদ্ধান্ত:
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে রিভিউ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশে সিন্ডিকেট শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তিনি জানান, পূর্বের তদন্ত প্রতিবেদনটি অসঙ্গতিপূর্ণ ও পক্ষপাতমূলক ছিল। পুনরায় তদন্তের মাধ্যমে রিভিউ কমিটি নতুন সুপারিশ প্রণয়ন করে, যা সিন্ডিকেট অনুমোদন করেছে।