লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলের সুযোগ পেয়েও ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রায়ো ভায়েকানোর মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে লস ব্লাঙ্কোসরা।
প্রতিপক্ষের মাঠে খেলার আগে থেকেই রিয়ালের জন্য শঙ্কার কারণ ছিল তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ভায়েকানোর বিপক্ষে আগের চার ম্যাচের তিনটি ড্র করেছিল রিয়াল। এবারও দুই দফা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়েও জয় তুলে আনতে ব্যর্থ হয় তারা। রিয়ালের পক্ষে গোল করেন ফ্রেদরিকো ভালভার্দে, জুড বেলিংহ্যাম, ও রদ্রিগো গোয়েস।
ম্যাচের শুরুতেই, পঞ্চম মিনিটে, উনাই লোপেজের গোলে এগিয়ে যায় ভায়েকানো। এরপর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ডি ফ্রুতোস গোল করতে ব্যর্থ হন। তবে ৩৬তম মিনিটে কর্নার থেকে হেডে আবদুল মুমিন দলের লিড দ্বিগুণ করেন।
রিয়াল প্রথম গোলের দেখা পায় ৩৯তম মিনিটে। ভালভার্দে ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলের ব্যবধান কমান। বিরতির ঠিক আগে রদ্রিগোর ক্রসে বেলিংহ্যাম চমৎকার হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে, ৫৬তম মিনিটে রদ্রিগো গোয়েসের জোরালো শটে লিড নেয় রিয়াল। কিন্তু ৮ মিনিটের মাথায় পালাজনের গোলে সমতা ফেরায় ভায়েকানো। এরপর দুই দলই গোলের সুযোগ পেলেও আর কেউ জালের দেখা পায়নি।
এই ড্রয়ের ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুই নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচে বার্সাকে পেছনে ফেলার সুযোগ হাতছাড়া করল রিয়াল।