চ্যাম্পিয়ন্স লিগের শুরুর পর্বেই বাদ পড়ার শঙ্কা ঘোচাতে রিয়াল মাদ্রিদ দেখাল দারুণ নৈপুণ্য। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সালজবুর্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করে দলটি লিগে টিকে থাকার স্বপ্ন জিইয়ে রেখেছে।
শুরুর ধাক্কা এবং ঘুরে দাঁড়ানো
ম্যাচের শুরুতে সালজবুর্গ রিয়ালকে চাপের মধ্যে ফেলে তিনটি শট নেয়। রিয়ালের জন্য এটি আরেকটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তবে ২৩তম মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিকরা। কিলিয়ান এমবাপের পাস থেকে ভিনিসিয়ুসের লম্বা ক্রস, বেলিংহ্যামের ব্যাকহিলের পর রদ্রিগোর কোনাকুনি শটে রিয়াল লিড নেয়।
৩৪তম মিনিটে রদ্রিগো আরও একটি অসাধারণ গোল করেন। বেলিংহ্যামের ফিরতি পাসে দূরের পোস্টে তার শট রিয়ালের ব্যবধান দ্বিগুণ করে।
দ্বিতীয়ার্ধে গোলবন্যা
দ্বিতীয়ার্ধ শুরু হতেই সালজবুর্গ গোলরক্ষকের ভুলে এমবাপে রিয়ালের তৃতীয় গোলটি করেন। এরপর ভিনিসিয়ুস দুবার জালের দেখা পান। ৫৫ মিনিটে মদ্রিচের পাস থেকে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রথম গোলটি করেন। আর ৭৮ মিনিটে ভালভের্দের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
সালজবুর্গের সান্ত্বনার গোল
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ছয় গজ বক্সের বাইরে থেকে সালজবুর্গের মাডস একমাত্র গোলটি করেন। তবে এটি রিয়ালের দাপুটে জয়কে বাধাগ্রস্ত করতে পারেনি।
পরবর্তী ধাপে সম্ভাবনা টিকে রইল
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এক লাফে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে। যদিও শেষ ষোলোয় সরাসরি জায়গা পেতে হলে আরও ভালো পারফরম্যান্স প্রয়োজন। তবে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা দেখিয়েছে, প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের জাত চেনাতে জানে।
রিয়ালের এই দাপুটে পারফরম্যান্স দলটির জন্য যেমন স্বস্তির, তেমনি পরবর্তী ম্যাচগুলোতে আরও বড় প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে।