রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে ঐকমত্যের প্রয়োজন: আলী রীয়াজ
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মৌলিক বিষয়গুলোর ওপর এক ধরনের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সংলাপগুলোতে বেশ কিছু বিষয়ে অগ্রগতি লক্ষ্য করা গেছে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, আবার অনেক ক্ষেত্রে দলগুলো কাছাকাছি অবস্থানে এসেছে। তবে, বাস্তবায়নের জন্য দরকার রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে সমন্বিত একটি ঐকমত্য গড়ে তোলা।
আজকের অধিবেশনের আলোচ্যসূচিতে ছিল— প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, সকলের লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন, যেখানে ক্ষমতা এককেন্দ্রিক হবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং নাগরিকের অধিকার রক্ষা করা হবে। সবচেয়ে বড় কথা, যেন ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের সুযোগ সৃষ্টি না হয়, সে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা।
তিনি জোর দিয়ে বলেন, এই কমিশনের কোনো আলাদা রাজনৈতিক উদ্দেশ্য নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেই কমিশন কাজ করছে এবং সবার উদ্দেশ্যই একই— একটি জাতীয় সনদ প্রণয়ন করা, যাতে রাষ্ট্রের ভবিষ্যৎ রূপ নির্ধারিত হয়।
আলী রীয়াজ আশা প্রকাশ করেন, জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। যদিও এখনও অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, তবে ইতিবাচক আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই সেসব বিষয়ে মীমাংসায় পৌঁছানো যাবে বলে মনে করছেন তিনি।
তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রশংসা করে বলেন, এই সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।