রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৩৩

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মী বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনে অংশ নেবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় গৌরবের এই দিনে ফ্যাসিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে অংশগ্রহণকে তারা গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের বিভিন্ন উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ