ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকটি আগামী সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস। শনিবার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য প্রকাশ করে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি জানান, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনা শুরু করার আগে ইসরায়েলের চলমান বিমান হামলা বন্ধ হওয়া জরুরি। তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি কূটনৈতিক সমাধান চায়, নাকি অন্য কিছু?”
আরাগচি আরও বলেন, ইরান এখনো নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় কি না। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকাণ্ডকে “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলেও উল্লেখ করেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই সম্ভাব্য পুতিন-আরাগচি বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বড় একটি মোড় আনতে পারে। কারণ, রাশিয়া মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাবশালী একটি পক্ষ এবং ইরানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। বৈঠকে ইরান-ইসরায়েল সংঘর্ষের ভবিষ্যৎ, পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নীতির প্রতি দৃষ্টিভঙ্গির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এই বৈঠককে বিশ্ব কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।