রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জাবায়কালস্কি ক্রাই জেলায় ভয়াবহ দাবানলে ৬ লাখ ২৯ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, গত এপ্রিলের শেষ দিকে শুরু হওয়া এই দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, বর্তমানে ওই অঞ্চলের অন্তত ২২টি স্থানে এখনো আগুন সক্রিয় রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বিভাগের শত শত কর্মী দিন-রাত চেষ্টা চালিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। চলতি বছরের শুরু থেকেই রাশিয়ার বিভিন্ন শীতপ্রধান অঞ্চলে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, যা অস্বাভাবিক ও ভয়াবহ রূপ নিচ্ছে। কেন্দ্রীয় বনবিভাগ জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দাবানলে পুড়েছে ১৪ লাখ হেক্টরের বেশি বনভূমি। এই পরিমাণ ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে যে পরিমাণ এলাকা পুড়েছে তার তুলনায় প্রায় তিনগুণ বেশি।
ইউরোপের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, দাবানলটি শত শত মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বুরইয়াশিয়ার প্রশাসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং বনভূমিতে জনসাধারণের চলাচল ও সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে।
বুরইয়াশিয়া প্রদেশটি মঙ্গোলিয়ার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় আশপাশের এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বুরইয়াশিয়ায় ছোট-বড় ১৭৪টি দাবানলের ঘটনা ঘটেছে, যার প্রায় ৯০ শতাংশই মানুষের অসতর্ক আচরণ থেকে সৃষ্ট। সাধারণত রাশিয়ায় দাবানলের মৌসুম শুরু হয় মে মাসের মাঝামাঝি সময়ে। কিন্তু এবার মৌসুম শুরুর দুই মাস আগেই আগুন ছড়িয়ে পড়েছে।
জাবায়কালস্কি ক্রাই এলাকায় দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অন্তত ৫৩০ জন অগ্নিনির্বাপক কর্মী। পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন।
সূত্র: সিএনএন