রাজস্ব কাঠামো সংস্কারে এনবিআরে ছয় সদস্যের সমন্বয় কমিটি গঠন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন এনবিআরের সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—
১. জি এম আবুল কালাম কায়কোবাদ (সদস্য, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)
২. ফারজানা আফরোজ (সদস্য, কাস্টমস ও ভ্যাট প্রশাসন)
৩. মো. আলমগীর হোসেন (সদস্য, কর অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন)
৪. কাজী মোস্তাফিজুর রহমান (সদস্য, কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য)
৫. ড. মো. আব্দুর রউফ (সদস্য, মূসক নীতি)
আদেশে উল্লেখ করা হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন এবং এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার অংশ হিসেবেই এই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জাতীয় রাজস্ববিষয়ক পরামর্শক কমিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করবে।
বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও ভ্যাট এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটি রাজস্ব সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে একাধিক সভার মাধ্যমে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। একইসঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবে কমিটির সদস্যরা।
প্রসঙ্গত, গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি হলে এনবিআর বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। এতে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর পরপরই ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে সারাদেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চার দফা দাবিতে চলা আন্দোলন ২৫ মে স্থগিত হয় অর্থ উপদেষ্টার দফতরের পক্ষ থেকে আংশিক দাবি মেনে নেওয়ার ঘোষণার পর। দাবিগুলোর মধ্যে ছিল— অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব কাঠামো গড়ে তোলা।
যদিও আন্দোলন স্থগিত হয়েছে, তবে চেয়ারম্যান অপসারণের দাবিতে এখনও অনড় রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এরই প্রেক্ষাপটে রাজস্ব কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ছয় সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করা হলো।