রাজস্ব আদায় বাড়াতে ১৮ জেলার জুয়েলারি দোকানে ইএফডি বসানোর উদ্যোগ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকাসহ দেশের ১৮টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল গত ১৯ জানুয়ারি জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার দোকানগুলোর তালিকা চেয়েছেন।
এনবিআরের চিঠিতে উল্লেখিত জেলাগুলো হলো:
ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি।
এনবিআর জানিয়েছে, রাজস্ব আদায় বাড়াতে ও কর ফাঁকি রোধ করতে ইএফডি মেশিন স্থাপন করা হচ্ছে। জুয়েলার্স সমিতির সঙ্গে আলোচনা করে জানা গেছে, অনেক প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে। এ উদ্যোগের মাধ্যমে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় এনে তাদের কার্যক্রম নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।
জুয়েলার্স সমিতি তাদের বিভিন্ন সমস্যা যেমন—ভ্যাট, সোনা আমদানি নীতিমালা ও ব্যাগেজ রুলের বিষয়গুলো তুলে ধরেছে। সমিতির মতে, যুক্তিসংগত সমাধানের মাধ্যমে জুয়েলারি খাতে সরকারের রাজস্ব আয় আরও বাড়ানো সম্ভব।
ইএফডি স্থাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ২৩ জানুয়ারি একটি অনলাইন সভার আয়োজন করবে এনবিআর। সভায় সংশ্লিষ্ট পক্ষদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই উদ্যোগের সফল বাস্তবায়ন দেশে ভ্যাট ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।