রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান সরানোর নির্দেশ

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এস্টেট দপ্তরের মাইকিংয়ে জানানো হয়, আগামী শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে দোকান সরানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

রাজশাহীতে শীতার্তদের পাশে রাবি শিক্ষার্থীরা, বিতরণ করা হলো ১০০ কম্বল

এর আগে গত ১০ নভেম্বর একই নির্দেশনা দেওয়া হলেও দোকানগুলো সরানো হয়নি। এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া গড়ে ওঠা অবৈধ দোকান শিক্ষার পরিবেশ ও পরিচ্ছন্নতা নষ্ট করছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন এবং পরিবহন মার্কেটসহ বিভিন্ন স্থানে এসব দোকান রয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “অবৈধ দোকান ও অতিরিক্ত জনসমাগম ক্যাম্পাসের পরিবেশের ক্ষতি করছে। আগের নির্দেশনা অনুসরণ না করায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত