বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫| সকাল ৯:০৩

রাজনৈতিক জটিলতায় স্থগিতের পথে বাংলাদেশ সফর, ভারতীয় ক্রিকেট দলের আসা অনিশ্চিত

প্রতিবেদক
staffreporter
জুলাই ২, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
রাজনৈতিক জটিলতায় স্থগিতের পথে বাংলাদেশ সফর, ভারতীয় ক্রিকেট দলের আসা অনিশ্চিত

রাজনৈতিক জটিলতায় স্থগিতের পথে বাংলাদেশ সফর, ভারতীয় ক্রিকেট দলের আসা অনিশ্চিত

আগামী আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের কারণে সেই সফর এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়কে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, তারা সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির একাধিক উচ্চপর্যায়ের সরকারি সূত্র জানিয়েছে যে বিসিসিআই বাংলাদেশ সফরের জন্য কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি। ভারত সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণেই এই সফরে আপাতত সম্মতি দিচ্ছে না। তবে বিসিসিআই ও বিসিবির মধ্যে সফরটি ভবিষ্যতে পুনঃনির্ধারণের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ভারত সরকারের নীতিনির্ধারকদের মতে, এই মুহূর্তে দুই দেশের মধ্যকার শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, ভারতীয় দল যদি এখন বাংলাদেশে সফরে যায়, তাহলে সাধারণ ভারতীয়দের কাছে একটি ভুল বার্তা যেতে পারে। এতে রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে, যা সরকার এড়াতে চাইছে। আর তাই সফর স্থগিত হলেও ক্রিকেটীয়ভাবে ভারতের বড় কোনো ক্ষতি হবে না বলেই মনে করছে দিল্লি।

উল্লেখযোগ্য যে, এই সিরিজে কোনো টেস্ট ম্যাচ না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থানে এর কোনো প্রভাব পড়বে না। এমনকি গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতীয় সমর্থকদের একাংশের হুমকি সত্ত্বেও বাংলাদেশ সফর করে ভারতীয় দল, যেখানে মাঠে সাকিব-শান্তরা সুবিধা করতে পারেননি। এবার সফর নিয়ে রাজনৈতিক পক্ষের মনোভাব পুরো ভিন্ন।

তবে বিসিসিআই আশাবাদী যে এই সিরিজ পেছালেও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে দীর্ঘমেয়াদে কোনো বিরূপ প্রভাব পড়বে না। একজন শীর্ষ বিসিসিআই কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এক নয়—এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক রয়েছে। এখন যদি কোনো কারণে সিরিজ না-ও হয়, ভবিষ্যতে তা আয়োজন করা সম্ভব। টেস্ট মর্যাদা পাওয়ার অনেক আগেই দুই বোর্ডের মধ্যে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সাময়িক অনিশ্চয়তা সেই সম্পর্কে চিড় ধরাবে না।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি