রাজনীতিতে আগ্রহ নেই, বই লেখার পরিকল্পনা শফিকুল আলমের
প্রেস সচিব হিসেবে দায়িত্ব শেষ হলে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না এবং কোনো দলের প্রতি মোহও নেই—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ বক্তব্য দেন।
শফিকুল আলম লেখেন, “আমার কিছু বই লেখার পরিকল্পনা আছে। চাইলে সারা জীবন শুধু জুলাই অভ্যুত্থান নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। আমি জীবনে এত স্বতঃস্ফূর্ত, সাহসী, প্রাণবন্ত ও বিস্তৃত রাজনৈতিক আন্দোলন দেখিনি।”
তিনি আরও লেখেন, “আমার দায়িত্ব শেষ হওয়ার পর কী করব, তা নিয়ে অনেকেই নানা রকম অনুমান করছেন। কেউ বলছেন, আমি নাকি কোনো শীর্ষ রাজনৈতিক দল বা নতুন গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছি। কিন্তু সত্যি বলতে, আমার কোনো রাজনৈতিক দলের প্রতি মোহ নেই, এবং এমপি বা বড় কোনো রাজনৈতিক নেতার জীবনযাপনেও আগ্রহ নেই।”
পোস্টে তিনি উল্লেখ করেন, “সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতৃত্ব আর্থিক নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আমাদের দেশে তা সাধারণত হয় না—যদি না কেউ দুর্নীতিগ্রস্ত হন।”
হুমকির প্রসঙ্গে তিনি লিখেছেন, “গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে অনেক হুমকি পেয়েছি। তবে হতে পারে এটা কিছু হতাশাগ্রস্ত মানুষের চিৎকার, যারা জনগণের শেষ সমর্থনটুকুও হারিয়ে ফেলেছে। আমি আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখি—তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আশাবাদী।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ আগস্ট বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান থাকা অবস্থায় শফিকুল আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।