চার বছর পর আবারও এক ছবিতে দেখা যেতে পারে দেব ও অনির্বাণ ভট্টাচার্যকে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। এবার গুঞ্জন উঠেছে, দেবের প্রযোজনায় নির্মিতব্য ‘রঘু ডাকাত’-এ বিশেষ চরিত্রে অভিনয় করতে পারেন অনির্বাণ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেব প্রযোজিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ মুক্তির সময় অনির্বাণ শুভেচ্ছা জানান, যা থেকে জল্পনার সূত্রপাত। এরই মধ্যে ‘রঘু ডাকাত’-এর পরিচালক ও প্রযোজকদের সঙ্গে অনির্বাণের প্রাথমিক আলোচনা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
দেব ইতোমধ্যেই ‘রঘু ডাকাত’ লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন। কপালে সিঁদুর, মুখে চাদর ঢাকা নিষ্ঠুর চাহনি দেখে দর্শকরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন। ছবির প্রি-প্রোডাকশন পুরোদমে চলছে, আর দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব ব্যানার্জির সঙ্গে টিম মিটিং করেছেন দেব।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘রঘু ডাকাত’-এ অনির্বাণকে খলচরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ২০২১ সালে কালীপূজার আগে দেব ও ধ্রুব ব্যানার্জি ‘রঘু ডাকাত’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সব ঠিক থাকলে নতুন বছরের পূজায় মুক্তি পাবে ছবিটি।