ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার কোনো কার্ড নেই। এমনকি তিনি মিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণও নন। তার মতে, রাশিয়া ও ইউক্রেন তার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া শান্তি আলোচনায় বসবে না।
জেলেনস্কির কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘আমি বহু বছর ধরে তাকে দেখছি, যখন তার শহর ধ্বংস হয়ে যাচ্ছে, তার জনগণ নিহত হচ্ছে, তার সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তিন বছর ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা মিত্ররা কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে।
গত সোমবার ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতারা এক বৈঠকে মিলিত হন। সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান নেতাদের আলোচনার আগেই তারা নিজেদের মধ্যে বৈঠক করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ম্যাক্রো ও স্টারমারের সমালোচনা করলেও ইউরোপের অন্যান্য নেতাদের প্রশংসা করেছেন।