যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ ট্রাম্প, নেতানিয়াহুর ওপর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির এমন ভাঙনকে তিনি ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল।
মঙ্গলবার (২৪ জুন) ওয়াশিংটনে ইউরোপ সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, “যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান এবং ইসরায়েল—দুই পক্ষই চুক্তি লঙ্ঘন করেছে, যা আমাকে হতাশ করেছে। তবে ইসরায়েলের আচরণে আমি বিশেষভাবে বিরক্ত।”
আল জাজিরার ফিল ল্যাভেল জানান, “ট্রাম্প খুবই অসন্তুষ্ট ছিলেন। যদিও ইরানকেও দায়ী করেছেন, তবে নেতানিয়াহুর প্রতি তার অতিরিক্ত ক্ষোভ ছিল সুস্পষ্ট। এমনকি তার কণ্ঠে কিছুটা বিশ্বাসঘাতকতার রেশও ছিল।”
যুদ্ধবিরতির আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সেই আলোচনায় নেতানিয়াহু সমর্থন জানালে ট্রাম্প কাতারের সহায়তায় ইরানকে রাজি করান চুক্তিতে। কিন্তু এরপরই ইসরায়েল হামলা চালালে চরম ক্ষুব্ধ হন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল, এখনই বোমা ফেলা বন্ধ করুন। এই মুহূর্তেই পাইলটদের ফিরিয়ে আনুন। যুদ্ধবিরতির চুক্তি এমন লঙ্ঘন মেনে নেওয়া যায় না।”
প্রসঙ্গত, গত শনিবার মার্কিন বাহিনী ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর আওতায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তার জবাবে সোমবার রাতে ইরানের আইআরজিসি কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
তবে এই চুক্তির এমন ভঙ্গ আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের প্রকাশ্য ক্ষোভ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে নতুন টানাপোড়েনের সূচনা করতে পারে।
সূত্র: আল জাজিরা