মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:৫৪

যুদ্ধবিরতির পরেও উদযাপনে ইরান, ট্রাম্পের ঘোষণাকে ‘বিজয়’ হিসেবে দেখছে তেহরান

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
১২ দিনের সংঘাত শেষে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, নেতানিয়াহুর দাবি নিয়ে সংশয়

যুদ্ধবিরতির পরেও উদযাপনে ইরান, ট্রাম্পের ঘোষণাকে ‘বিজয়’ হিসেবে দেখছে তেহরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও পরিস্থিতি এখনো জটিল। তবে এই ঘোষণার পর ইরানের বিভিন্ন পর্যায়ের নেতারা একে ‘বিজয়’ বলে ঘোষণা দিয়ে উদযাপন শুরু করেছেন।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, “এই ‘বিজয়’ প্রমাণ করে, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা, তা তারা বুঝতে পেরেছে।”

ইরানি পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহদি মোহাম্মাদিও যুদ্ধবিরতির ঘোষণাকে ‘‘একটি বিশাল, ইতিহাস গড়া বিজয়’’ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এক নতুন যুগের সূচনা হয়েছে।”

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেন, “কেউই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পারবে না। এটা সবার বোঝা উচিত।” তিনি আরও যোগ করেন, “আমাদের যে সক্ষমতা ও প্রযুক্তি রয়েছে, তা বিবেচনায় নিয়ে বলতে পারি—ইরানের পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে থামানো যাবে না।”

এর আগে গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী বোমা হামলা চালায়। এর পাল্টা জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই টানটান উত্তেজনার মধ্যেই কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

যদিও যুদ্ধবিরতির মাধ্যমে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ সাময়িকভাবে থেমেছে, তবুও ইরানের এই উদযাপন ও শক্তিমত্তার প্রদর্শন ভবিষ্যতে আরও সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি