যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। বিশেষ করে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে একাধিক বিস্ফোরণের ঘটনায় এই অভিযোগ আরও দৃঢ় হয়েছে। শনিবার রাতের এই ঘটনার পর শহরজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং জেলা প্রশাসন লাল সতর্কতা জারি করে।
স্থানীয় সময় রাতভর কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনার পর অমৃতসর নগরপ্রশাসন ব্ল্যাকআউট জারি করে। পরে রোববার ভোর পৌনে ৫টা থেকে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়। তবে আতঙ্ক কাটেনি শহরবাসীর মধ্যে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, “অমৃতসর শহর ও জেলায় লাল সতর্কতা জারি আছে। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। ঝুঁকি কাটেনি, জানালার ধারে যাওয়া থেকেও বিরত থাকুন। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে সবুজ সংকেত দেব।”
উল্লেখ্য, জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছে যায়। পাল্টাপাল্টি সামরিক হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যায় দুই দেশ। যদিও শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দিল্লি ও ইসলামাবাদ, তবে যুদ্ধবিরতির মাত্র একদিন পরেই অমৃতসরের বিস্ফোরণ পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তোলে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে বলে মত বিশ্লেষকদের।
সূত্র: এএনআই