সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০৭

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ প্রত্যর্পণ, তোপের মুখে মোদি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ প্রত্যর্পণ, তোপের মুখে মোদি

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ প্রত্যর্পণ, তোপের মুখে মোদি

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে, যা নিয়ে ভারতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয় এবং তাদের অমৃতসর বিমানবন্দরে নামানো হয়। তবে প্রত্যর্পণের সময় তাদের হাত-পা বেঁধে রাখার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবুও ফিরে আসা অভিবাসীরা ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ফেরত আসা এক অভিবাসী বলেন, ‘আমাদের হাত-পা বেঁধে নেয়া হয়, তখন মনে হয়েছিল বন্দিশালায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে তারা আমাদের বিমানবন্দরে এনে জানায়, ভারতে পাঠানো হচ্ছে। দীর্ঘ ৪০ ঘণ্টার যাত্রা শেষে অমৃতসরে পৌঁছে আমাদের বাঁধন খুলে দেওয়া হয়।’ আরেকজন জানান, ‘শিশু ছাড়া নারীসহ সবাইকে হাতকড়া পরানো হয়। এমনকি খাবার খাওয়ার সময় বা ওয়াশরুমে যাওয়ার জন্যও আমাদের বাঁধন খোলা হয়নি।’

এই ‘অমানবিক প্রত্যর্পণ’ নিয়ে বিরোধী দলগুলো পার্লামেন্টে আলোচনা চাইলেও তা নাকচ করা হয়। এর প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতারা পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেন। বিষয়টি নিয়ে চাপে পড়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দেন। তিনি জানান, ‘বিমানে অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময়ই হাতকড়া ও পায়ে বেড়ি পরানো হয়। শুধু ভারতীয়দের নয়, যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশের অভিবাসীদেরও একই নিয়মে ফেরত পাঠানো হয়।’

তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এবং মোদি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, ভারতীয় নাগরিকদের সঙ্গে এমন আচরণের প্রতিবাদও করা হয়নি, বরং সরকারের নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে, তারা এ নিয়ে বিতর্ক এড়াতে চায়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কলম্বিয়ার মতো ভারত কেন নিজস্ব বিমান পাঠায়নি? বিশ্লেষকদের মতে, মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে ভারত সরকার বিষয়টি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি করতে চায় না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ