যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১০ জন নিহত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সমুদ্রের বরফে বিধ্বস্ত হওয়া একটি যাত্রীবাহী বিমান উদ্ধার করা হয়েছে। শুক্রবার (বাংলাদেশ সময় রাতে) উদ্ধারকারী দল বিমানটি শনাক্ত করে। তবে বিমানের চালকসহ ১০ জন যাত্রী কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার বার্তা সংস্থা এপি জানায়, নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালানোর পর বিধ্বস্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। গত ২৯ জানুয়ারি, মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে যায়। ওই ঘটনায় বিমানের চালকসহ ৬৮ জন যাত্রী সবাই নিহত হন।
টানা দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দুর্ঘটনার কারণ ও এর পেছনের সম্ভাব্য ত্রুটিগুলো খতিয়ে দেখছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।