যুক্তরাষ্ট্রে গতকাল বৃহৎ অভিযান চালিয়ে ৫৩৮ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের এটি একটি উদাহরণ। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটির সীমান্ত সুরক্ষায় কঠোর নীতিমালা অনুসরণ করছে।
ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা এবং মিয়ামির মতো শহরে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অপরাধে অভিযুক্ত এবং নথিপত্রহীন অভিবাসীদের লক্ষ্য করে আইসিই এই অভিযান চালায়।
ট্রাম্প প্রশাসনের নির্দেশে স্কুল এবং গির্জার মতো জায়গায় অভিযান চালানোর অনুমতি দেওয়ার পর এটি প্রথম বড় আকারের অভিযান। সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপ মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।