মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের জন্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘‘আয়রন ডোম’’ নির্মাণের কাজ শুরু করতে তিনি একটি নির্বাহী আদেশে সই করবেন। মায়ামিতে রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘‘এই প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন নাগরিকদের সুরক্ষিত রাখতে সক্ষম হবে। এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রেই তৈরি করা হবে।’’
আয়রন ডোম হলো ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কর্তৃক তৈরি একটি বিশ্বমানের স্বল্পপাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। এই প্রযুক্তি দিয়ে আকাশে ছোড়া হাজার হাজার রকেট সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে।
ট্রাম্পের এই উদ্যোগের পেছনে রয়েছে ইসরায়েলের অভিজ্ঞতা। ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল এই ব্যবস্থা তৈরি করে। ২০১১ সালে এটি মোতায়েনের পর থেকে গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর হামলা মোকাবিলায় এটি অসাধারণ সাফল্য দেখিয়েছে।
তবে আয়রন ডোমের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি মূলত স্বল্পপাল্লার হুমকি প্রতিরোধে কার্যকর। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এটি উপযুক্ত নয়, যা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম প্রধান নিরাপত্তা হুমকি।
নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের শপথ গ্রহণের দিন ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়ন জরুরি। ট্রাম্পের মতে, ‘‘ইসরায়েল এই ব্যবস্থার মাধ্যমে প্রায় সব শত্রু রকেট ধ্বংস করতে পেরেছে। তাই যুক্তরাষ্ট্রেরও এমন প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন।’’
এই উদ্যোগ নির্বাচনী প্রচারণায় তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।