যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ফোর্দো পারমাণবিক স্থাপনায় ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে বলে তথ্য দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ফোর্দোতে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে যা পাহাড়ের নিচে থাকা অত্যন্ত সুরক্ষিত স্থাপনাটি ধ্বংসের জন্য প্রয়োজন হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রগুলোতে ছোড়া হয়েছে, যা প্রায় ৪০০ মাইল দূর থেকে চালানো হয়েছিল।
ইসরায়েলের দাবি অনুযায়ী, গত ১৩ জুন তারা নাতাঞ্জ কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। ফোর্দো ও নাতাঞ্জ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে দেখছে।
বাঙ্কার-বাস্টার বোমা হলো মাটির নিচে বা পাহাড়ের নিচে থাকা সুরক্ষিত ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য ব্যবহৃত একটি শক্তিশালী অস্ত্র।