যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে
যুক্তরাষ্ট্রের ইউএসটিআর বাংলাদেশকে ৯-১১ জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে। গত ৭ জুলাই ১৪ দেশের নেতাদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি পাঠানোর পর পুনরায় শুরু হওয়া আলোচনার প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।
বাংলাদেশ আশা করছে প্রথম দফার সফল অগ্রগতিকে ভিত্তি করে চুক্তিটি দ্রুত সম্পন্ন করা যাবে।
মন্তব্য করুন