যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ বিষয়ে মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা কীভাবে যুক্ত হবেন, তা ভারত সরকার ভালো বলতে পারবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি সম্পর্কে মন্ত্রণালয় পত্রিকার মাধ্যমে জেনেছে। তিনি বলেন, "কীভাবে এটি পরিচালিত হচ্ছে, তা আমাদের মন্তব্য করার বিষয় নয়। প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন, ভারত সরকার এ বিষয়ে কীভাবে কাজ করছে, তা তারাই জানে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদীর্ঘকালের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। অতীতে বাংলাদেশ ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় সরকারের সঙ্গেই সফলভাবে কাজ করেছে। নতুন প্রশাসনের সঙ্গেও কোনো বড় পরিবর্তন বা দ্বন্দ্বের সম্ভাবনা নেই।
আগরতলা সহকারী হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আগরতলা মিশন থেকে কনস্যুলার সেবা আপাতত বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে। পরিস্থিতির উন্নতি হলে আপনাদের জানানো হবে।"
এই সমাবেশ ও শেখ হাসিনার ভার্চুয়াল সংযুক্তি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। এটি আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।