যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড অডিট (ইলেকট্রনিক্স) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১১ জুন ২০২৫ থেকে আবেদন করতে পারছেন, যা চলবে ২৮ জুন ২০২৫ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে।
এই নিয়োগ পদে আবেদন করতে হলে প্রার্থীকে অ্যাকাউন্টিং বিষয়ে এমকম অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে অন্তত ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইনভেন্টরি গণনা, স্টক যাচাই, চালান ও সহায়ক নথিপত্র যাচাইয়ে দক্ষতা থাকতে হবে। ইলেকট্রনিক্স প্লাজা পরিদর্শন এবং ডিলারের স্টক পরীক্ষার অভিজ্ঞতা থাকাও আবশ্যক।
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক হলেও কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।
নিয়োগপ্রাপ্তরা আকর্ষণীয় বেতন ছাড়াও মোবাইল বিল, যাতায়াত ভাতা (টি/এ), বাৎসরিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহীরা যমুনা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট https://jamunagroup.com.bd এ প্রবেশ করে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৫।