রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৫

মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার

মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ নিয়ে তার বাবা ও উপদেষ্টা নেইমার সান্তোস সিনিয়র (ও পাই) নতুন তথ্য প্রকাশ করেছেন। তার দাবি, বার্সেলোনায় থাকা অবস্থায় ক্লাব কর্তৃপক্ষ নেইমারকে লিওনেল মেসির স্থলাভিষিক্ত করতে চেয়েছিল। কিন্তু নেইমার মেসির সম্মান রক্ষার্থে সেই জায়গা নিতে চাননি এবং প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

ও পাই ব্রাজিলের জোটা জোটা পডকাস্টে বলেন, “পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি নেইমারের নিজস্ব ছিল। বার্সেলোনা তখন তাকে মেসির জায়গায় দেখতে চেয়েছিল। আমি চাইতাম সে বার্সাতেই থাকুক। কিন্তু সে ক্লাবের প্রধান তারকা মেসির সম্মান অক্ষুণ্ণ রাখতে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।”

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। এই দলবদল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ট্রান্সফারগুলোর একটি হয়ে ওঠে। তবে এতে ভেঙে যায় বার্সেলোনার ঐতিহাসিক আক্রমণভাগ ‘এমএসএন’—মেসি, সুয়ারেজ এবং নেইমারের সেই বিধ্বংসী ত্রয়ী।

নেইমারের বাবা আরও বলেন, “বার্সায় আমরা কঠিন সময় পার করছিলাম। ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে আমরা বিভ্রান্ত ছিলাম। তারা নেইমারকে মেসির উত্তরসূরি হিসেবে চাইছিল, কিন্তু নেইমার সেটা চায়নি। শেষ দিন পর্যন্ত আমরা তার বিদায় ঠেকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং ক্লাব ছাড়ে।”

নেইমারের বার্সায় আসার গল্পও বেশ উল্লেখযোগ্য। রিয়াল মাদ্রিদের চেয়ে কম পারিশ্রমিকের প্রস্তাব থাকা সত্ত্বেও মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে বার্সেলোনায় যোগ দেন তিনি। নেইমারের বাবা স্মরণ করিয়ে বলেন, “রিয়াল মাদ্রিদের প্রস্তাব ছিল তিন গুণ বেশি অর্থের। কিন্তু নেইমার জানিয়ে দেয়, বার্সায় খেলা তার স্বপ্ন এবং মেসির সঙ্গে খেলতে চায়।”

তবে পিএসজিতে যাওয়ার পর নেইমারের ক্যারিয়ার খুব একটা সুখকর হয়নি। ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন অধরা রয়ে যায়। ইনজুরি এবং পারফরম্যান্সের চ্যালেঞ্জ মিলিয়ে পিএসজিতে সময়টা তেমন ভালো কাটেনি।

যে মেসির ছায়া থেকে বের হতে পিএসজিতে গিয়েছিলেন নেইমার, পরে তাকেই ক্লাবে সঙ্গী হিসেবে পান। মেসি পিএসজিতে যোগ দিয়ে নেইমার এবং এমবাপ্পের সঙ্গে জুটি বেঁধে দুটি লিগ শিরোপা জিতলেও ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। দুজনই পরে পিএসজি ছাড়েন।

বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে, যেখানে তিনি ক্লাবের শীর্ষ তারকায় পরিণত হয়েছেন। অন্যদিকে, নেইমার যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের আল-হিলালে। ইনজুরির কারণে এখনো নিজেকে মেলে ধরতে না পারা নেইমারকে নিয়ে শোনা যাচ্ছে, তিনি ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। তেমন হলে আবারও মেসি-নেইমার জুটি মাঠে দেখা যাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ