মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ( মুনা ) নিউইয়র্ক সাউথ জোনের উদ্যোগে, মুনার সাউথ জোনের বিভিন্ন চ্যাপ্টার ও সাব চ্যাপ্টার কমিটি মেম্বার ভাই বোনদেরকে নিয়ে দিনব্যাপি লিডারশিপ এডুকেশন সেশন ২০২৫ সম্পন্ন হয়। আজ ২৫শে জানুয়ারি , শনিবার, ব্রুকলীনে অবস্থিত বায়তুল মামুর অডিটোরিয়ামে সকাল ৮ঃ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৫ ঘটিকার সময় সমাপ্ত হয়। প্রায় চার শতাধিক ডেলিগেট এতে অংশগ্রহণ করেন।
মুনা নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি এ কে এম সাইফুল আলম এর পরিচালনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
প্রোগ্রামের শুরুতে উদ্ভোধনী বক্তব্য রাখেন নিউইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহ।
এরপর "আখিরাতই মু'মিনের আসল জীবন" বিষয়বস্তুর উপর পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা”র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট এবং বর্তমান ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনাব হারুন অর রশিদ।
উক্ত এডুকেশন সেশনের প্রধান মেহমান হিসেবে “দ্বীনি সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক বিষয়ের উপর গুরুত্ব ও দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন মুনা'র ন্যাশনাল প্রেসিডেন্ট ও বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম মাওলানা দেলওয়ার হোসাইন।
বিশেষ আলোচক হিসেবে “একটি আদর্শ চ্যাপ্টার ও সাব চ্যাপ্টার গঠন ও সম্প্রসারণ” বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক আলোচনা ও প্রেজেন্টেশন পেশ করেন মুনা”র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী (সিপিএ)।
"দাওয়াত, উখুয়াত এবং পরিবার গঠন" শীর্ষক বিষয়বস্তুর উপর প্যানেল মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, মুনা”র ন্যাশনাল এ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও অন্যতম বিখ্যাত ইসলামিক স্কুল কাফিসের” প্রধান শিক্ষক শায়খ আহমেদ আবু উবায়দা। ন্যাশনাল এ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর শায়খ ড. রুহুল আমিন। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ডিরেক্টর মাওলানা সাফায়াত হোসাইন সাফা।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ন্যাশনাল জাষ্টিস ও হিউম্যান ডিগনিটির এসিষ্ট্যান্ট ডাইরেক্টর মাহবুবুর রহমান। ইয়ুথ ন্যাশনাল ডাইরেক্টর মাহমুদুল হাসান, সাউথ জোন ইয়ুথ ডাইরেক্টর ব্যারিস্টার মশিউর রহমান, জোন ইয়াং সিষ্টারস ডাইরেক্টর রিজওয়ানা তাবাসসুম , জোনাল চিল্ড্রেন ডাইরেক্টর নাসরিন সুলতানা কলি।
এদিকে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কের ৪২তম ডিষ্ট্রিক্ট কাউন্সিলর মেম্বার ক্রিস ব্যাঙ্ক। তিনি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির যেকোন সমস্যা ও প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জোন চ্যাপ্টার প্রেসিডেন্ট গোলাম মাওলা সুজন, নিউইয়র্ক সাউথ জোনের কর্মপরিষদ সদস্য এস এম ফজলে রাব্বি, হাসান সরওয়ার্দী দুলাল, মোহাম্মাদ বেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম, মোহাম্মাদ আলমগীর হোসাইন।
উল্লেখ্য মোট তিনটি পর্বে প্রোগ্রাম পরিচালিত হয়। সকালের নাস্তা, যোহরের বিরতি, দুপুরের খাবার পরিবেশন ও সালাতুল আসর এর বিরতির পাশাপাশি অনুষ্ঠানের শৃংখলা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। এবং মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে প্রোগ্রামের পূর্ণ সমাপ্তি হয়।
প্রসঙ্গত, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) আমেরিকার নন পলিটিক্যাল , নন প্রফিটেবল সবচেয়ে বড় রেজিস্ট্রার্ড ইসলামিক সংগঠন।