রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৩

মিয়ানমারকে ১৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

মিয়ানমারকে ১৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

তৌহিদ হোসেন জানান, থাইল্যান্ড সরকারের আয়োজনে মিয়ানমার ইস্যুতে আলোচনার জন্য একটি বৈঠকে অংশ নিতে তিনি আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “১৩ লাখ রোহিঙ্গাকে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ ভূমিতে ফেরত নিতে হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে এখনই তা সম্ভব নয়। তবে স্থায়ী সমাধান হলে আমাদের লক্ষ্য থাকবে তাদের ফেরত পাঠানো।”

অন্যদিকে, ডি-৮ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিসর যাচ্ছেন। এ বিষয়ে তৌহিদ হোসেন জানান, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন, যা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ