‘মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস—ট্রাম্পের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনীর সাম্প্রতিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পরমাণু প্রকল্পে এমনভাবে আঘাত হানা হয়েছে যে, দেশটি আর কখনও সেটি পুনরুজ্জীবিত করতে পারবে না। একইসঙ্গে তিনি অভিযানে অংশ নেওয়া বি-২ যুদ্ধবিমানের পাইলটদেরও ভূয়সী প্রশংসা করেছেন।
মঙ্গলবার ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতার মূলে আঘাত করেছে। এমনকি ভূগর্ভস্থ স্থাপনাগুলোও বাদ যায়নি।”
তিনি আরও বলেন, “আমাদের পাইলটরা চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন। তাদের নির্ভুলতায় আমি অভিভূত। কেউ ভাবেনি এত নিখুঁতভাবে এই মিশন সম্পন্ন হবে।”
গত রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে জড়িত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায়। এই সংক্ষিপ্ত কিন্তু লক্ষ্যভেদী অভিযানের নাম দেওয়া হয় ‘মিডনাইট হ্যামার’। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতায় স্থায়ী ক্ষতি হয়েছে।
জবাবে, সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর কিছু সময় পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, অভিযান ও পাল্টা হামলার পর উভয় পক্ষই সাময়িকভাবে সংযম দেখালেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। বিশেষ করে, ট্রাম্পের এই বক্তব্য ইরানকে আবারও প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন