সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:২৮

মাস্ক কখনো নিজের স্বার্থে কাজ করবেন না, দাবি ট্রাম্পের

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
মাস্ক কখনো নিজের স্বার্থে কাজ করবেন না, দাবি ট্রাম্পের

মাস্ক কখনো নিজের স্বার্থে কাজ করবেন না, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাস্ক কখনো ব্যক্তিগত স্বার্থে কাজ করবেন না বলে জোর দিয়ে বলেছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফক্স নিউজে সম্প্রচারিত এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মাস্কের ওপর সম্পূর্ণ আস্থা রাখি। তিনি সরকারি খরচ কমানো, অপচয় হ্রাস এবং অডিট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

সাক্ষাৎকারে মাস্কের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ ও সরকারি দায়িত্ব পালনের মধ্যে কোনো সংঘাত তৈরি হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানান, “তিনি এতে জড়াবেন না।” মাস্কও ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলেন, “আমি নিজেকে প্রত্যাহার করে নেব।”

ট্রাম্প আরও বলেন, “আমি চাই না, এবং সেও চাইবে না।” তিনি জোর দিয়ে বলেন, মাস্ক কখনোই প্রেসিডেন্টের কাছ থেকে কিছু চাননি এবং কোনো ধরনের স্বার্থের সংঘাত তৈরি হলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

সাক্ষাৎকারের শেষভাগে ট্রাম্প মাস্কের দেশপ্রেমের প্রশংসা করে বলেন, “সে সত্যিকারের একজন দেশপ্রেমিক। অন্য ব্যবসায়ীদের তুলনায় সে দেশের উন্নয়নে বেশি আন্তরিক।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মাস্কের ওপর তার আস্থার বহিঃপ্রকাশ হলেও, বাস্তবে তার ব্যবসায়িক ও সরকারি দায়িত্বের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হয় কিনা, তা সময়ই বলে দেবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ