মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| বিকাল ৩:৫১

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

মালয়েশিয়ার পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিনের যৌথ অভিযানে স্থানীয় সময় গত শুক্রবার (১৭ জানুয়ারি) এই আটক অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিবরণ
মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে আটক ১২১ জনের মধ্যে আছেন:

  • বাংলাদেশি: ৭৬ জন
  • ইন্দোনেশিয়ান: ২২ জন
  • মিয়ানমারের নাগরিক: ১৪ জন
  • পাকিস্তানি: ৪ জন
  • ভারতীয় ও নেপালি: ২ জন করে
  • ভিয়েতনামের নাগরিক: ১ জন

আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

অভিযানের উদ্দেশ্য ও কার্যক্রম
ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি জানিয়েছেন, পাহাড়ি পর্যটন এলাকায় বিদেশিদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা। তারা ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় ও ২,০৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করেন। এর মধ্যে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

প্রাসঙ্গিক তথ্য
ক্যামেরন হাইল্যান্ডসে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে মালয়েশিয়ার পুলিশ, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ বেশ কয়েকটি সংস্থা এই যৌথ অভিযান পরিচালনা করেছে।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের উদ্দেশে সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিনের যৌথ অভিযানে স্থানীয় সময় গত শুক্রবার (১৭ জানুয়ারি) এই আটক অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিবরণ
মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে আটক ১২১ জনের মধ্যে আছেন:

  • বাংলাদেশি: ৭৬ জন
  • ইন্দোনেশিয়ান: ২২ জন
  • মিয়ানমারের নাগরিক: ১৪ জন
  • পাকিস্তানি: ৪ জন
  • ভারতীয় ও নেপালি: ২ জন করে
  • ভিয়েতনামের নাগরিক: ১ জন

আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ