মালয়েশিয়ায় প্রকাশ্যে বক্তৃতার নিষেধাজ্ঞা উঠে গেল ড. জাকির নায়েকের
ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের ওপর থাকা প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে তাকে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হলেও বর্তমানে সেটি আর কার্যকর নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সংসদে (দেওয়ান রাকিয়াত) এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। ২০১৯ সালে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে সেটি এখন আর কার্যকর নয়।”
এর আগে দেশটির সংসদ সদস্য আরএসএন রায় প্রশ্ন তুলেছিলেন, নায়েকের ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না। এরপরই মন্ত্রী এই ঘোষণা দেন।
সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল ও দ্য স্টার অনলাইন জানায়, সরকার এখন আর তার প্রকাশ্যে বক্তৃতায় কোনো বাধা দিচ্ছে না। তবে ২০১৯ সালে কোতা বারুতে এক বক্তৃতায় মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় নিয়ে মন্তব্য করায় তাকে সাময়িক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল।
অন্যদিকে, আল-জাজিরা জানায়, ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ইসলামিক বক্তা অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে উগ্রতা উসকে দেওয়ার অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। মালয়েশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও ভারত বহুবার তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে।