মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:৫৩

মালয়েশিয়ায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ১,২৭০ অভিবাসী

প্রতিবেদক
staffreporter
মে ৮, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ১,২৭০ অভিবাসী

মালয়েশিয়ায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ১,২৭০ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১,২৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৭ মে) দেশব্যাপী ১৬টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে ১১ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মী নিয়োগ না করার জন্য কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন সদর দপ্তর জানায়, রাজধানী সাইবারজায়ার আশপাশের একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়, যাতে ৮১ জন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহা।

অন্য একটি অভিযানে ২৫ থেকে ৫০ বছর বয়সি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মোট ২২৩ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১২৯ জনকে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিজিট পাসের অপব্যবহার, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা ও অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

নিয়োগকর্তা ও তত্ত্বাবধায়কদের বিরুদ্ধেও ‘ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩’-এর ধারা ৫৫বি এবং ধারা ৫৬(১)(ড) অনুযায়ী তদন্ত করা হবে। আটক ব্যক্তিদের সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠিয়ে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
“সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন নেই”—অভিনেত্রীকেই কেন জীবনসঙ্গী করতে চেয়েছিলেন রণবীর

“সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন নেই”—অভিনেত্রীকেই কেন জীবনসঙ্গী করতে চেয়েছিলেন রণবীর

স্টার্কের ব্যাটে রূপকথার গল্প, লর্ডসে গড়লেন একাধিক রেকর্ড

স্টার্কের ব্যাটে রূপকথার গল্প, লর্ডসে গড়লেন একাধিক রেকর্ড

দীর্ঘদিন বাইকের ট্যাঙ্কে রাখা পেট্রোল কি ক্ষতিকর? জানুন বিস্তারিত

দীর্ঘদিন বাইকের ট্যাঙ্কে রাখা পেট্রোল কি ক্ষতিকর? জানুন বিস্তারিত

ইতিহাসের এই দিনে (৩০ জুন, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৮ জানুয়ারি, ২০২৫)

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

অপারেশন সিঁদুরে যুদ্ধবিমান ধ্বংসের স্বীকারোক্তি ঘিরে বিতর্ক, চাপের মুখে মোদি সরকার

অপারেশন সিঁদুরে যুদ্ধবিমান ধ্বংসের স্বীকারোক্তি ঘিরে বিতর্ক, চাপের মুখে মোদি সরকার

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান এখন আর তেমন চমক নয়। ইংল্যান্ড, ইতিমধ্যেই একাধিকবার ৪০০ ছাড়ানো ইনিংস খেলেছে, এমনকি ৪৮১ রানও তুলেছে। কিন্তু বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪০০ রানের ইনিংসটি ছিল বিশেষ কিছু—এই ম্যাচে কোনো ব্যাটারই সেঞ্চুরি পাননি। দলীয় চেষ্টায় গড়া এমন ইনিংসে তারা ক্রিকেট ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে। বার্বাডোজে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ঠিক ৪০০ রান তোলে। ইনিংসের সেরা পারফরমার ছিলেন ২১ বছর বয়সী জ্যাক বেথেল, যিনি মাত্র ৫৩ বলে ৮২ রান করেন। তার সঙ্গে বেন ডাকেট ৬০, হ্যারি ব্রুক ৫৮ এবং জো রুট ৫৭ রান করেন। এছাড়া জস বাটলার (৩৭), উইল জ্যাকস (৩৯) ও জেমি স্মিথ (৩৭) সবাই ব্যাট হাতে অবদান রাখেন। পুরো ইনিংসে একাধিক পঞ্চাশোর্ধ জুটি আসে, যেখানে শেষ দিকে বেথেল ও জ্যাকস ৪৪ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জেইডেন সিলস, তবে তার খরচাও ছিল অনেক। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক এই ম্যাচে সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেক ঘটান। ব্যাট হাতে তিনি যেমন আলো ছড়িয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি রেকর্ড গড়েছেন। আউটফিল্ড ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেন তিনি। ১৯৯৩ সালে জন্টি রোডসের পর তিনিই এই কীর্তি গড়লেন। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬২ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের স্কোর দেড়শ ছাড়ায় শেষ উইকেট জুটিতে আলজারি জোসেফ ও জেইডেন সিলসের ৩৮ রানের জুটিতে। সিলসই দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সাকিব মাহমুদ ও জেমি ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়, যা ওয়ানডে ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। সর্বোচ্চ জয়টি ছিল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তারা ২৪২ রানে জিতেছিল ৪৮১ রান তুলে। ইংল্যান্ডের এই অনন্য দলীয় পারফরম্যান্স কেবল একটি জয়ের চেয়ে বেশি কিছু—এটি দেখিয়ে দিল, আধুনিক ওয়ানডেতে ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াও দল বড় সংগ্রহ গড়তে পারে, যদি সবাই একসঙ্গে অবদান রাখে।

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড

কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতিকে পিটুনি

কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতিকে পিটুনি

খালাস চেয়ে আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

খালাস চেয়ে আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাঁচ দেশ

ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাঁচ দেশ