মালদ্বীপের রাজধানী মালেতে এক নেপালি যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. রাহিজ মিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে মাভিয়া মাগুর 'থাসিরু ক্যাফেতে' এ ঘটনা ঘটে। মালদ্বীপের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আনুমানিক ৫০ বছর বয়সী রাহিজ মিয়ার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, ক্যাফেতে সহকারী হিসেবে কাজ করা নেপালি যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা চাকু দিয়ে নেপালি যুবক রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে রাহিজকে দেখতে গেলেও তার আশঙ্কাজনক অবস্থা থাকায় দেখা সম্ভব হয়নি। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।