মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ, আকাশে উড়ছে ড্রোন!
মধ্যপ্রাচ্যে ক্রমাগত চাপের মুখে থাকা ইরান এবার সুদূর যুক্তরাষ্ট্রের উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পূর্ব উপকূলে একটি ইরানি মাদারশিপ অবস্থান নিয়েছে এবং সেখান থেকে ড্রোন উড়ানো হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ড্রিউ জানিয়েছেন, নিউজার্সির আকাশে ইরানের ড্রোন দেখা গেছে, যা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি করছে। তিনি জানান, এই মাদারশিপ এক মাস আগে লঞ্চ করা হয়েছে এবং এতে তিনটি ড্রোন রয়েছে। ড্রিউ বলেছেন, ড্রোনগুলো দ্রুত ভূপাতিত করা উচিত।
স্থানীয়রা দাবি করেছেন, নিউজার্সির রাতের আকাশে ড্রোন থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শনী দেখা যাচ্ছে, যা তাদের বিভ্রান্ত করছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, কংগ্রেসম্যান ড্রিউয়ের অভিযোগের কোনো ভিত্তি নেই।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে ইরান যে ক্রমশ একা হয়ে পড়েছে, তা স্পষ্ট। তবে ইরান এই পরিস্থিতিতে প্রতিশোধের হুমকি দিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের যুদ্ধজাহাজ ও ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রে উঠা এই অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।