মার্কিন আদালতের আদেশে কাজে ফিরছেন ইউএসএআইডির ২৭০০ কর্মী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ছাঁটাইয়ের ঝুঁকিতে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর প্রায় ২,৭০০ কর্মীকে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি সংস্থাটির কার্যক্রম সীমিত করার পরিকল্পনা করছিলেন।
শুক্রবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস এই আদেশ দেন। নিকোলস নিজেও ট্রাম্পের প্রথম মেয়াদে মনোনীত বিচারকদের একজন। আদালতের আদেশ অনুযায়ী, ইউএসএআইডির কর্মীরা অন্তত আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাজে ফিরতে পারবেন।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিতের আদেশ দেন। এই সিদ্ধান্তের ফলে ইউএসএআইডির কর্মসূচি কার্যত থমকে যায়। তবে ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন এবং ফরেন সার্ভিস কর্মীদের একটি সংগঠন।
আদালতের আদেশের ফলে ইতোমধ্যে ছাঁটাই হওয়া প্রায় ৫০০ কর্মী পুনর্বহাল হয়েছেন এবং আরও ২,২০০ জন যারা সবেতন ছুটিতে ছিলেন, তারাও কাজে ফিরতে পারবেন। আদালত আরও নির্দেশ দিয়েছেন যে, যারা বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত, তাদের সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিতে পারবে না।
বিশ্লেষকদের মতে, এই আদেশ শুধু কর্মীদের জন্যই স্বস্তির নয়, এটি ইউএসএআইডির ভবিষ্যৎ কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে সংস্থাটির অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল। এখন এই রায়ের ফলে সংস্থাটি তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে এবং বৈশ্বিক মানবিক সহায়তা অব্যাহত থাকবে।