মাত্র ১ রানের আক্ষেপে থামলেন হ্যারি ব্রুক, হেডিংলিতে রেকর্ডেও নাম উঠল
হেডিংলি টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছিলেন হ্যারি ব্রুক। জীবনের দুবার সুযোগ পেয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। ভারতের প্রথম ইনিংসে করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ডের লড়াইটা মূলত ব্রুকের ব্যাটেই জমে উঠেছিল। তবে শেষ পর্যন্ত মাত্র ১ রান দূরে থাকতেই থেমে যেতে হয় এই ইংলিশ ব্যাটারকে।
প্রসিদ্ধ কৃষ্ণার বলে এক মিসটাইমড শটে শার্দুল ঠাকুরের হাতে ফাইন লেগে ক্যাচ দেন ব্রুক। ফলে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।
এই ইনিংসের সঙ্গে যুক্ত হয়েছে দুটি দুর্ভাগ্যজনক রেকর্ডও।
- ভারতের বিপক্ষে টেস্টে মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে ৯৯ রানে আউট হলেন তিনি। এর আগে ২০০১ সালে আহমেদাবাদ টেস্টে মার্কাস ট্রেসকোথিক একই স্কোরে আউট হয়েছিলেন।
- হেডিংলি মাঠে ৩১ বছর পর কেউ টেস্টে ৯৯ রানে আউট হলেন। এর আগে এখানে ৯৯ রানে আউট হয়েছিলেন পাকিস্তানের সেলিম মালিক (১৯৮৭) এবং ইংল্যান্ডের মাইকেল আথারটন (১৯৯৪)।
তবে হতাশ হওয়ার তেমন কিছু নেই ব্রুকের জন্য। ২০২২ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০+ ইনিংস (২০ বার) খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ের টেস্ট ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার তিনি।
এবার হয়তো সেঞ্চুরি হয়নি, তবে ব্রুক আবার ফিরবেন—এমনটাই বিশ্বাস রাখছে ইংল্যান্ড ক্রিকেট ভক্তরা।