মাঝ আকাশে হঠাৎ সৌদিয়া এয়ারলাইন্সের এক ক্রুর মৃত্যু
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এক ক্রু সদস্য। জেদ্দা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মোহসিন বিন সায়েদ আলজাহরানি, যিনি ওই বিমানটির ক্রু ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি যখন জেদ্দা থেকে উড্ডয়ন করেছিল, তখন ক্রু অসুস্থ বোধ করলে বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে। কায়রোতে পৌঁছানোর পর তার মৃত্যুর খবর নিশ্চিত হয়।
এ ধরনের পরিস্থিতিতে বিমান মাঝ আকাশে কারও মৃত্যু হলে জরুরি অবতরণ করা হয়। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে তার্কিস এয়ারলাইন্সের এক পাইলট মাঝ আকাশে মারা গেলে বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করেছিল।
সূত্র: খালিজ টাইমস
মন্তব্য করুন