সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০০

মহেশ বাবুর পরকীয়ার গুঞ্জন, কী বলছে সূত্র?

প্রতিবেদক
staffreporter
মার্চ ৮, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
মহেশ বাবুর পরকীয়ার গুঞ্জন, কী বলছে সূত্র?

মহেশ বাবুর পরকীয়ার গুঞ্জন, কী বলছে সূত্র?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে ঘিরে সম্প্রতি এক চাঞ্চল্যকর গুঞ্জন ছড়িয়েছে। মূলত, প্রযোজক গীতা কৃষ্ণর দাবির ভিত্তিতে মহেশ বাবুর একটি গোপন সম্পর্কের খবর সামনে এসেছে।

গীতা কৃষ্ণের বক্তব্য অনুযায়ী, মহেশ বাবু দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তারা মুম্বাইয়ে একসঙ্গে থাকতেন। এমনকি স্ত্রী নম্রতা শিরোদকর নাকি সেই সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন। তবে নম্রতা অত্যন্ত কৌশলীভাবে বিষয়টি সামলে নেন বলে দাবি করেন গীতা।

তবে মহেশ বাবু বা তৃষা কৃষ্ণন—কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পাশাপাশি, মহেশ ও নম্রতার সংসারে কোনো ভাঙনের খবরও শোনা যায়নি। বরং, তাদের দাম্পত্য জীবন সুখের বলেই জানা যায়।

প্রসঙ্গত, ‘ভামসি’ ছবির শুটিং সেটে মহেশ ও নম্রতার প্রথম দেখা হয় এবং সেখান থেকেই প্রেমের সূত্রপাত। দীর্ঘ সম্পর্কের পর তারা বিয়ে করেন এবং এখন দুই সন্তানসহ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

তবে মহেশ বাবুর ব্যক্তিগত জীবন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সত্যতা কতটুকু, সেটি সময়ই বলে দেবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ