মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:১৪

মণিপুরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ১০

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
মণিপুরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ১০

মণিপুরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষে অন্তত ১০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমার সীমান্তবর্তী এ রাজ্যটি গত দুই বছর ধরে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় এসব বিদ্রোহী আগে মিয়ানমারে আশ্রয় নিয়েছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা পুনরায় ভারতে প্রবেশ করে সশস্ত্র কার্যক্রম শুরু করার চেষ্টা চালাচ্ছিল। এরই মধ্যে বুধবার মণিপুরে সেনাবাহিনীর অভিযানে ১০ বিদ্রোহী নিহত হয়।

সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, অভিযানে ১০ জন ‘ক্যাডার’ নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর দেশজুড়ে শুরু হয় গণবিক্ষোভ ও বিদ্রোহ, যা ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। ফলে ভারতের সঙ্গে থাকা মিয়ানমারের ১,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়ে পড়ে অরক্ষিত।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে শুরু হয় জাতিগত দাঙ্গা, যা এখনো অব্যাহত রয়েছে। এ দাঙ্গায় এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ। সংঘর্ষে ধর্ষণ, লুটপাট, ঘরবাড়ি পোড়ানোসহ নানান নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মণিপুরে প্রায় ৩২ লাখ মানুষের বাস। রাজ্যটির উপত্যকা অঞ্চল নিয়ন্ত্রণ করে মেইতি জনগোষ্ঠী, যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে পাহাড়ি এলাকাগুলো নিয়ন্ত্রণ করে কুকি জাতিগোষ্ঠী। মেইতদের বিরুদ্ধে কুকিদের অভিযোগ, তারা সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার কেড়ে নিতে চাইছে। এ নিয়েই চলছে দুই জাতিগোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাত।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত