ভ্যাট দ্বিগুণ, টিস্যু থেকে সিগারেট—সবকিছুর দাম বাড়ছে!
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি এসে সরকার দেশের শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে দাম বাড়বে ইন্টারনেট, পোশাক, রেস্তোরাঁর খরচ, সব ধরনের টিস্যু, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেটসহ নানা পণ্যের।
গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ দুটি হলো ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’। এই অধ্যাদেশগুলোর প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন নির্দেশনা জারি করেছে, যার ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে গেছে।
টিস্যুর দাম বেড়ে দ্বিগুণ
ফেসিয়াল টিস্যু, পকেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, টয়লেট টিস্যু, কিচেন টিস্যুসহ বিভিন্ন ধরনের টিস্যুর ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল সাড়ে ৭ শতাংশ। এর ফলে টিস্যুর দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।
মুঠোফোনে কথা বলার খরচ বাড়ল
সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলার খরচ এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। কারণ, মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে।
পোশাকের দাম বাড়বে
এখন থেকে ব্র্যান্ডের দোকান বা বিপণিবিতান থেকে পোশাক কিনতে গেলে আরও বেশি ভ্যাট দিতে হবে। পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট বাড়িয়ে এক লাফে ১৫ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল সাড়ে ৭ শতাংশ। এর ফলে পোশাকের দাম বাড়বে এবং ব্যবসায়ীরা উদ্বিগ্ন যে এর ফলে তাদের বিক্রি কমে যেতে পারে।
রেস্তোরাঁর খরচও বাড়বে
সব ধরনের রেস্তোরাঁর বিলের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ১ হাজার টাকা খাবারের বিলে ১০০ টাকা বাড়বে। শহর অঞ্চলে রেস্তোরাঁর সংখ্যা বাড়ছে এবং শহুরে মধ্যবিত্ত পরিবারগুলো রেস্তোরাঁয় খাওয়ার প্রচলন বাড়াচ্ছে। ভ্যাট বৃদ্ধির ফলে তারা আগের চেয়ে বেশি অর্থ খরচ করবে।
শিশুদের খাবারের দাম বাড়ছে
বিস্কুট, জুস, ড্রিংক, ফলের রস, কেক, আচার, টমেটো সস, কেচাপসহ শিশুদের প্রিয় খাবারের উপর ১৫ শতাংশ ভ্যাট ও ১৫ থেকে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
এলপি গ্যাসের দাম বাড়ছে
এলপি গ্যাসের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ২ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে গ্যাসের দাম বাড়বে।
ওষুধের দাম বাড়ছে
স্থানীয় ব্যবসায়ীরা যে সব ওষুধ বিক্রি করেন, তাদের ওপর ভ্যাট বাড়িয়ে ২ দশমিক ৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়েছে।
আরও যেসব পণ্যের শুল্ক-কর বাড়ল
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, অর্ধশতাধিক পণ্যের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এতে আমদানি করা বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, সিগারেট, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল, জিআই তারের দাম বাড়বে।
সিগারেটের দামও বাড়বে
মূল্যস্তর পরিবর্তন এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে।